সময়ের ঘ্রাণ

লিখেছেন লিখেছেন মামুন ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৫৬:৩১ বিকাল

সময়ের ঘ্রাণ
![]()
.
তেইশ বছর আগে এক মেয়ে
হ্যা, সেই সময় ও মেয়েই ছিল,
নারী হয়ে উঠেনি তখনো।
.
একটি সোফাতে কাটিয়েছিল কিছুক্ষণ, আর
ওর শরীরের ঘ্রাণ নিজের অজান্তে ছড়িয়ে দিয়ে
ফিরে গেলো নিজের ভূবনে।
সেই দিনটি থেকে আজো নিজের বুকের ভিতরে
ভালবাসার জন্মদিন সেলিব্রেট করে আসছি!
.
সেই পুরনো সোফায় বসে স্মৃতির কেক কাটি
এক কিশোরির বুকের মৌ মৌ ঘ্রাণে আবিষ্ট হতে হতে!
দৃষ্টির জ্বলন্ত মোমবাতিকে নিভাই
ওর ফেলে যাওয়া ভালোবাসার দমকা বাতাসে!
সেই বাতাস যা সেদিন ওর শরীর ছুঁয়ে ছুঁয়ে
তেইশ বছর ধরে বন্দী এই রুমের ভেতর।
.
সেই কিশোরি ভালবাসার জন্ম দিয়ে
অন্য কারো ভালোবাসা হয়ে
কি নির্লিপ্ত ভাবেই না চলে গেলো!
এখন সে একজন পরিপুর্ণ নারী-ই কেবল।
আর আমি? স্মরণের খোলা ছাদে বসে এখনো
পাগলা হাওয়ার কাছ থেকে খুঁজে ফিরি
সময়ের ঘ্রাণে মিশে থাকা আমার প্রথম প্রেম!
.
পুরনো একটি সোফা আর বন্ধ একটি রুম
দীর্ঘ তেইশটি বছর আর এক কিশোর,
এখনো ভালোবাসায় মাখামাখি হয়ে থাকে
সময়ের ঘ্রাণে!
সেই সময়... আর এই সময় এবং
এদের মাঝে ভালবাসার সুরভিতে উদ্বেলিত
চিরসবুজ এক হৃদয়।।
![]()
বিষয়: সাহিত্য
৮৯৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আমি একেবারে আশ্চর্য হয়ে যাই আপনার প্রতিভা দেখে ।
ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
না হ্যারি ভাই, এভাবে আর লিখব না, যাতে আপনাকে আমাদের থেকে দূরে একাকী কাটাতে না হয়।
অনেক শুভেচ্ছা রইলো সাথে থেকে অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
ভালো লাগলো ভাইয়া।
ঐ সময়ে তার বয়স ধরুন ১৬ প্লাস ছিল।
আমি কেক কাটি কিভাবে বুঝলেন
আমার মনের ভিতরে যে বাস করে, হয়ত সে কাটে।
ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আমার ব্লগে আপনাকে স্বাগতম!
শুভেচ্ছা রইলো।
ভালো রাখুক আল্লাহপাক আপনাকে সবসময়।
জাজাকাল্লাহু খাইর।
দারুন লিখা। দারুন অনুভুতির প্রকাশ।
হা হুতাশ বেড়ে গেল।
মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
প্রথম প্রেম মরেনা-
সুপ্ত থাকে অনন্তকাল-
সুপ্ত আগ্নেয়গিরির মত
আর সেটাই নাকি সাহিত্যপ্রতিভা উদগীরণ করে
আপনার থেকে ভিসুবিয়াসের মত সাহিত্যের অগ্নুতপাত হোক-
আপনার দুর্দান্ত মন্তব্যে আমি অভিভূত!!
শুভেচ্ছা রইলো।
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু
গত কাল সন্ধ্যা রাতে দু'এক বার আপনাকে কল দিয়েছিলাম আমি,তখন পবিত্র মদিনায় আব্বার কাছে ছিলা. .....২২১এই নাম্বার থেকে। হয়তো ব্যস্ত ছিলেন,রিসিভ হয়নি।
আমি নামাজে ছিলাম। মোবাইলধরতে পারি নাই। আর পড়ে তো আপনি কল করেন নাই।
অনেক ধন্যবাদ আপনি যে পবিত্র ভূমিতে বসে আমাকে স্মরণ করেছিলেন!!
জাজাকাল্লাহু খাইর।
ইনশা আল্লাহ কল করবো আগামী কাল।
ভালো থাকুন অনেক ভালো-সবাই কে নিয়েই......।
ভালো রাখুক আপনাকে আল্লাহপাক।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন